উখিয়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৩৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবির ক্যাম্প ৪ এর লম্বাশিয়া এলাকার মুসা কলিমের পুত্র কামাল হোসেন (২৪) ও বালুখালী ক্যাম্প ১১ এর ই-১৪ এলাকার আলী আকবরের পুত্র আতাউল্লাহ (২১)।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা কুতুপালং ও বালুখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‍্যাব তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে মোট ৩৩ হাজার ৮ শত পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬৯ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর