চট্টগ্রাম ◑
উপজেলার আরাকান সড়কের শাকপুরা বড়ুয়ার টেক এলাকার এমপি স্পিনিং মিল এলাকায় তল্লাশি চালিয়ে মিনি পিকআপে ১ হাজার পিস ইয়াবাসহ মো. রমজান হোসেন প্রকাশ সাগর (২৫) ও মো. শাহাদাত হোসেন (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বুধবার রাতে আরাকান সড়কে এসআই সুমন কুমার দে, এসআই নেছার আহমেদসহ পুলিশের একটি টিম গাড়ী তল্লাশীতে অংশ নেয়। এসময় একটি মিমি পিকআপে তল্লাশি চালিয়ে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসময় মিনি পিকআপ আটক করে মো. রমজান হোসেন প্রকাশ সাগর ও মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ১৬নং ওয়ার্ড নবগ্রাম এলাকার মো. মমতাজ উদ্দিনের পুত্র এবং মো. শাহাদাত হোসেন কুমিল্লা জেলার সদর (দক্ষিণ) থানার ২৬নং ওয়ার্ড চোড়া, নোয়াগ্রাম এলাকার আবদুস সাত্তারের পুত্র।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-