হোয়াইক্যং’র মাদক ব্যবসায়ী হারুণ ইয়াবাসহ আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যদের অভিযানে হ্নীলা থেকে হোয়াইক্যং’র মাদক ব্যবসায়ী হারুণ আটক।

এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানের বিষয় নিয়ে, টেকনাফ মাদকদ্রব্য অফিসে দায়িত্বরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,

গোপন সংবাদের তথ্য অনুযায়ী সহকারী পরিচালক সিরাজুল মুস্তফার নেতৃত্বে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে হ্নীলা বাস ষ্টেশন জামে মসজিদের সামনে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে হোয়াইক্যং ইউনিয়ন ৭নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মাদক ব্যবসায়ী হারুন(২৪)কে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তি কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।####

আরও খবর