নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ◑
কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি ১টি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে ১৬ এপিবিএনের সদস্যরা।বুধবার দুপুরে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আই এর পশ্চিমে পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ রবিউল ইসলাম (২৫) বান্দরবান জেলার আলীকদম থানার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালাম এর ছেলে। সে বর্তমানে টেকনাফের শামলাপুর ইউনিয়নের বাহারছড়ায় বসবাস করে।
কক্সবাজারস্থ ১৬ এপিবিএনর অধিনায়ক হেমায়েতুল ইসলাম জানান, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক- আই এর পশ্চিমে পাহাড়ে যাওয়ার রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মুঃ রকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
এই সময় সন্দেহভাজন মোঃ রবিউল ইসলামকে আটকের পর তার হেফাজতে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। “ধৃত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য।
দীর্ঘদিন যাবৎ তার অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত।”আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-