ডেস্ক রিপোর্ট ◑
নগরীর কাজির দেউড়িতে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গার নাম খায়রুল বশর (৩১)। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩শ’ পিস ইয়াবার উদ্ধার করা হয়।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ি এলাকা থেকে খায়রুল বশর নামে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-