প্রদীপের জামিন নামঞ্জুর, সম্পত্তি ক্রোকের আবেদন

ডেস্ক রিপোর্ট ◑

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলা ও কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সাথে দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেয়া হয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত দুদকের মামলায় প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর এবং সেই সাথে আদালতে তার সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন।

২০১৮ সালে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

আরও খবর