ডেস্ক রিপোর্ট ◑ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে প্রাণ গেল জাহিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরে জি-২ কক্ষ ২১৩ নাম্বারে বাসিন্দা ইমাম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (১৬ এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল ইসলাম ।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শরণার্থী শিবিরে জি-১ ব্লকে টয়লেটে মধ্য স্থানীয় রোহিঙ্গা মাহবুবুর রহমান (২৩) নামে এক ব্যক্তির একটি মোবাইল সেট পড়ে গেলে জাহিদ হোসেনকে উঠাতে বলেন।
জাহিদ টয়লেটে নেমে মোবাইল ফোনটি উঠানোর চেষ্টাকালে সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে অপরাপর রোহিঙ্গারা অচেতন অবস্থায় জাহিদকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের চাইল্ড কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করান।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মারা যান।
উভয় পক্ষের মধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে মামলা না করার জন্য লিখিত আবেদন দাখিল করলে সিআইসির অনুমতিক্রমে লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-