নিজস্ব প্রতিবেদক ◑কক্সবাজার শহরের পাহাড়তলী ছত্তর ঘোনা এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শহরের ছত্তর ঘোনা এলাকায় বাদীর বসতভিটায় এঘটনা ঘটে।
পরে আহত আব্দুল মালেক ও তার স্ত্রী ছখিনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত ডাক্তার তাদের ভর্তি দেন।
আহত মালেক জানান, ছোট্ট বাচ্চাদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে আমার ছোট্ট বাচ্চাকে লাতি ও তাপ্পর মারে। আমি প্রতিবাদ করলে কুখ্যাত সন্ত্রাসী সিফাত ও রিফাত বাহিনীর অন্যতম সহযোগি মো. ছৈয়দের নেতৃত্বে অাকস্মিক ৫/৬ জন সন্ত্রাসী আমার বাসাই প্রবেশ করে রড়, চুরি, লাঠি দিয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে থাকে। তাৎক্ষনিক আমরা চিৎকার করিলে স্থানীয়রা এগিয়ে আসা মাত্রই সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এবিষয়ে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন আহতরা এবং পাশাপাশি ওই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান স্থানীয়রা। ওই কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে বলে অভিযোগ সুত্রে জানা গেছে। এছাড়াও আহত আব্দুল মালেক কেটে খাওয়া ও দিন মজুর। তিনি কিভাবে চিকিৎসা করবে তা নিয়ে চিন্তায় রয়েছে।
হামলাকারী হলেন, একই এলাকার মো. আবছার, মো. ছৈয়দ, নুরুল ইসলাম ও রাশেদা বেগম।
এবিষয়ে আহত আব্দুল মালেক বাদী হয়ে কুখ্যাত সন্ত্রাসী মো. ছৈয়দসহ ৪ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-