কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী সোহেল রানার অকাল মৃত্যু

ডেস্ক রিপোর্ট ◑ কক্সবাজার সিটি কলেজের “ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট” ৫ম সেমিস্টার ফাইনালের পরিক্ষার্থী সোহেল রানা শারিরীক অসুস্থতায় সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি …রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে,সোমবার বিকেলে সোহেল মারাত্মক অসুস্থবোধ করলে তাকে রামু হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার, সোহেলকে দেখার পর প্রেসক্রিপশন দেন। বাসায় এসে ওষুধ খাওয়ার কিছুক্ষণ তার খারাপ লাগলে সে শুতে যায়। এর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ৭টা১২ মিনিটের দিকে সে মারা যায়। সোহেল রানা রামুর চা বাগান এলাকার শহিদুল্লাহর ছেলে। মংগলবার সকাল ১০ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাংগণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সোহেল রানার অকাল মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজ এর গভর্নিং বডির সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, অধ্যক্ষ ক্যথিং অং,উপাধ্যক্ষ জাফর সাদেকসহ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মঈনুল হাসান পলাশসহ সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ গভীর সমবেদনা জানিয়ে আল্লাহর কাছে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

আরও খবর