নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের উখিয়ায় জামতলি রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় কাটার অভিযোগে রোহিঙ্গা নাগরিকসহ ৪জনকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক ব্যক্তিদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়ায় জামতলির আব্দুল রহিম (৪৫), আব্দুল রহিম (৩৫), মো কালাম হোসেন (৩৬) ও রোহিঙ্গা শরনার্থী মোহাম্মদ তোহা (২০)।
রোববার উখিয়া জামতলি ১৬ নং রোহিঙ্গা শরনার্থী শিবিরে ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীতে পুলিশ চারজনকে আটক করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি বলেন, রোববার উখিয়ার জামতলি ১৬ নং রোহিঙ্গা শরনার্থী শিবিরে ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীতে রাতের আঁধারে সরকারি পাহাড় কাটার সময় টহলরত পুলিশ দলের সদস্যরা চারজনকে আটক করেন। এসময় মাটি কাটার সরঞ্জামাদি ৪টি কোদাল জব্দ করা হয়েছে।
কক্সবাজার দক্ষিন বনবিভাগের উখিয়ার রেঞ্জের থাইনখালী বনবিটের পাহাড় কাটার সময় তাদেরকে আটক করা হয়।
সোমবার বিকেলের দিকে উখিয়ার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খানের আদালতে হাজির করা হলে অভিযুক্তদের বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-