ট্রাক চালকের সিটের নিচে ৩ কোটি টাকার ইয়াবা: রামুর দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ◑ চট্টগ্রামের বাকলিয়ায় ৩ কোটি টাকার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজারের দরিয়ার দিঘী খুনিয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দিন (৩৬), রামুর ডেঘার দিঘী বহদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা আসছে এমন খবর পেয়ে শাহ আমানত সেতু সড়কের একটি কনভেনশন হলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে চালকের আসনে নিচে কৌশলে লুকানো অবস্থায় ৪৬টি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। এ সময় মাদক পাচারের অভিযোগে চালকসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও খবর