টেকনাফে গলিত লাশের কংকাল উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
টেকনাফ সাগর উপকূলে ভেসে আসা গলিত লাশের একটি কংকাল উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগর উপকুলে অজ্ঞাত একটি গলিত লাশের কংকাল দেখতে পায় স্থানীয়রা।

এরপর ঘটনাটি টেকনাফ থানা অবিহত করা হলে টেকনাফ থানা পুলিশের এসআই শেখ আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাগরে ভেসে আসা গলিত কংকালটি উদ্ধার করে।

তবে এটা কার কংকাল সনাক্ত করার মত কোন উপায় নেই। কারণ লাশটি মানবদেহ হলেও পচে গিয়ে শরীরের মাংস ঝরে এমন অবস্থা হয়েছে চিহ্নিত করা যাচ্ছেনা। এদিকে উদ্ধার হওয়া কংকালটি ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে।

সাগরে ভেসে আসা গলিত লাশের কংকালটির উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার বর্তমানে দায়িত্বে থাকা (ওসি) তদন্ত এবি এম এস দোহা।

আরও খবর