পাহাড়তলীর হাজী কাশেম আলীর জানাজায় শোকাহত মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদককক্সবাজার শহরের পাহাড়তলী ইছুলুরঘোনার প্রবীণ মুরব্বি হাজী কাশেম আলীর জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইছুলুরঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় শোকাহত মানুষের ঢল নামে।

জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে ইছুলুরঘোনা জামে মসজিদস্থ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বাড়িতে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুম হাজী কাশেম আলীর দুই স্ত্রীর ৭ ছেলে ও এক মেয়ে। সেখানে প্রথম স্ত্রী ও দুই ছেলে মারা গেছেন। এছাড়া তিনি সাংবাদিক মিজানুর রহমানের গর্বিত পিতা।

আরও খবর