টেকনাফে বসতবাড়ী থেকে মোটরসাইকেল চুরি!

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ ◑
টেকনাফ গুদারবিল এলাকা থেকে একটি মটর সাইকেল চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার নং চট্টমেট্রো ল-১৩-৬৪৭১

মোটর সাইকেলের মালিক টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড গুদারবিল এলাকার মৃত হাজ্বী বশির আহাম্মদের পুত্র ব্যবসায়ী আলমগীর জানান, ১৩ সেপ্টেম্বর (রবিবার) গভীর রাতে বসতবাড়ীর আঙ্গিনা থেকে তালা ভেঙ্গে কে বা কারা এ্যাপজেক্ট মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরও চুরি হয়ে যাওয়া মটর সাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

মোটর সাইকেলের মালিক ব্যবসায়ী আলমগীর ঘোষণা করেছেন চুরি হয়ে যাওয়া তার এফজেড মোটর সাইকেলটি যারা উদ্ধার করে দিতে পারবে তাদেরকে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে।

📞 যোগাযোগ:-

ঠিকানা: মোহাম্মদ আলমগীর (ব্যবসায়ী)
টেকনাফ সদর ইউনিয়ন গুদারবিল।
মোবাইল নং-01538266822, 01820503332

আরও খবর