চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৭৭ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম ◑ চট্টগ্রামে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবাসসহ দুই যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফটিকছড়ি থানার হেয়াকো আবদুল খালেক গ্রামের জয়নাল আবেদীন মজুমদারের ছেলে ইমাম হোসেন মজুমদার (২৬) ও মীরসরাইয়ের আবদুল খালেকের ছেলে মীর হোসেন (২৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ইয়াবা পরিকহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শান্তিহাট এলাকায় অভিযানে চালায় র‌্যাব। এসয়ম কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার আটকে তল্লাশি করি। এসময় গাড়ির ভেতর লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, প্রাথামিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে আসছিল।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন জানান, আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা ‍রুজু করা হয়েছে।

আরও খবর