চট্টগ্রাম ◑ চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর স্থানীয় সাংসদ আবু রেজা নদভীর বড় ভাইয়ের লাশ বাড়ির পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম আবুল ওয়াফা মোহাম্মদ শাহাবুদ্দীন (৫৭)। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মার্দাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মক্কাবাড়ি এলাকার নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসাইন মনু বলেন, নিহত মোহাম্মদ শাহাবুদ্দীন গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাগরিবের পর আর ঘরে ফিরে আসেননি।
পরে পরিবারের লোকজন, স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ পাঁচ শতাধিক লোক মিলে বাড়ির পার্শ্ববর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বুধবার ভোরে দীর্ঘ সাড়ে ১৪ ঘণ্টা পর বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় থেকে শাহাবুদ্দীনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। একইদিন রাত সাড়ে ৮টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এমপি মহোদয়ের বাড়ির ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার যোহরের নামাজ পড়ে দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে নিহত শাহাবুদ্দীন বাড়ির সামনে পুকুরের ঘাটে গিয়ে বসেন। একপর্যায়ে তাকে পুকুরে পড়ে যেতে দেখা যায়। মাগরিবের পরও তিনি বাড়ি ফিরে না আসায় খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বুধবার ভোরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শাহাবুদ্দীনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসাইন মনু বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-