ইমাম খাইর ◑
কক্সবাজার সদর হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ২ সেপ্টেম্বর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন অধ্যাপক ফরিদ। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহযোগী অধ্যাপক (বাংলা)। সাংসারিক জীবনে তার ৩ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে।
অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলাম সাবেক বহলতলী বাসিন্দা, বর্তমান মধ্য মেদাকচ্ছপিয়া নিবাসী মরহুম ইসলাম আহমেদের ছেলে। তিনি তুখোড় ছাত্র নেতা ছিলেন।
আজ আসর নামাজের পর মেদাকচ্ছপিয়া অঙ্গীকার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দিন।
অধ্যাপক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা, ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে সাংবাদিক ইমাম খাইর।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা, শোকাহত স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-