নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ নাছির উদ্দিন নামে এক মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে।
সুত্র জানায়, গত ৮সেপ্টেম্বর রাত সাড়ে ৯টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা মসজিদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ ঝিলংজা জানারঘোনার হাবিব উল্লাহর পুত্র নাছির উদ্দিন (২৩) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৭শ ৪০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-