দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। ঠিক এসময় অযাচিত দাবি করে বসলেন এক পাকিস্তানি নারী। তার দাবিতে হুলস্থূল কাণ্ড ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ওই নারী দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পই তার বাবা। অবশ্য ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সংবাদমাধ্যমে ওই নারী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পই আমার আসল বাবা। আর আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে। শুধু তাই নয়, ওই নারী বলেন, ‘ট্রাম্প আমার মাকে সব সময় বলত, সে নাকি দায়িত্বজ্ঞানহীন। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হত।’ তিনি আরও যোগ করেন, ‘দুজনের সেই ঝগড়া শুনে-শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বাবার সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছে করে।’
গতবারের নির্বাচনের সময় থেকেই একের পর এক নারীর সঙ্গে নাম জড়ায় ডোনাল্ড ট্রাম্পের। এমনকী পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস তার সঙ্গে ট্রাম্পের যৌন স্থাপন নিয়ে মুখ খুলেছিলেন। শুধু তাই নয় নিজের মেয়ে ইভাঙ্কাকে নিয়ে ট্রাম্পের আপত্তিজনক মন্তব্যও সামনে এসেছিল বারবার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাবা বলে দাবি করছেন এমন ঘটনা ইতিপূর্বে ঘটনা ঘটেনি। এবারের নির্বাচনে যখন ট্রাম্পের জেতার সম্ভাবনা ক্রমশই কমছে, তখনই সামনে এল এমন ঘটনা। সূত্র: এইসময়
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-