র‍্যাবের হাতে ইয়াবা নিয়ে ধরা পড়লো কক্সবাজার মটর শ্রমিকলীগের সভাপতি সহ ৩ জন

নিজস্ব প্রতিবেদক ◑

নগরীর কর্ণফুলীর শিকলবাহা এলাকায়  ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে  শিকলবাহা ক্রসিং এলাকার হোটেল জামাল শাহ রেষ্টুরেন্ট এন্ড বিরানী হাউজ সামনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি ১টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব মোক্তার পুর এলাকার মৃত দানু মিয়ার ছেলে  মো. দিদারুল আলম (৪৮), একই এলাকার করলিয়ার  মৃত সামছুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৮) ও মো. আমজাদ উল্ল্যাহর ছেলে  মো. সোয়েব (২২)।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে প্রাইভেটকার ও মাইক্রেরাবাসের যাত্রী সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৬৭০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের আটক করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ১১-৪৯২৪) এবং মাইক্রোবাস (চট্ট-মেট্টো-চ- ১১-৫২৫২) জব্দ করা হয়।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর