প্রেস বিজ্ঞপ্তি ◑
১লা ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গত ২৭ জুলাই জেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আলম চৌধুরী প্রকাশ রাজাকে আহবায়ক, আদিল উদ্দিন চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, কামাল উদ্দিন মিন্টু, নুরুল হুদা ও আলী হোসেন খানকে যুগ্ন-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অফিসিয়াল চিঠি ইস্যু করা হয়।
আমার সাক্ষরে প্রেরিত এ কমিটি নিয়ে অনেকেই নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই কমিটি দেয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।
ইতিমধ্যে ঘোষিত ৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ৩৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা জেলা আওয়ামীলীগ বরাবর প্রেরণ করেছে। যাচাই বাছাই শেষে আজ কালের মধ্যে এ কমিটির চুড়ান্ত অনুমোদন দেয়া হবে।
মুজিবুর রহমান (মেয়র)
সাধারণ সম্পাদক
কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-