চাকরীর সুবাধে রোহিঙ্গা নারীর সাথে স্থানীয় যুবকের প্রেম: ক্যাম্প ছেড়ে অজানা জায়গায় পাড়ি!

ডেস্ক রিপোর্ট ◑ প্রেমের টানে উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা যুবতি নিয়ে উধাও হয়ে গেছে শফিউল্লাহ নামে এক এনজিওকর্মী। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।

রোহিঙ্গা যুবতির বাবা জাহেদ হোসেন জানান,  শফিউল্লাহ দীর্ঘদিন ধরে বালুখালী ক্যাম্প ৮ নং ক্যাম্পে চাকরি করার সুবাদে আমার মেয়ের সাথে পরিচয় হয়, পরে দু’জনে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার মেয়ে আজ শুক্রবার সন্ধ্যা টিউবওয়েল থেকে  পানির কথা বলে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি।

অনেক খোজাখুজির পর শফিউল্লাহ মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইলে থেকে কথা হয় জয়নুব বেগম এর সাথে। পরে মোবাইল ফোন বন্ধ করে দেয় শফিউল্লাহ।

জয়নুব বেগম কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প ৮ এর ব্লক বি ৩৩ নম্বর এর বাসিন্দা জাহেদ হোসেন এর মেয়ে । ২০১৭ সালের আগস্টের পরে তারা বাংলাদেশে পালিয়ে আসে।

এই বিষয়ে শফিউল্লাহর মোবাইলে০১৮৪৯৭০০৭২০ যোগাযোগ করা হলে তিনি কিছু দিন আগে প্রেম করিলে ও এখন কে নিয়েছেন জয়নুব বেগম কে সেই জানেন বলে ফোন কেটে দেন।

ক্যাম্প প্রশাসনকে বিষয়টি সকালে জানানো হবে বলে জানান জয়নুব বেগমের পরিবার৷

আরও খবর