চকরিয়া পৌরসভায় খানাখন্দে বেহাল সড়ক, দূর্ভোগ চরমে

রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার বাণিজ্যিক প্রধান সড়কটি খানাখন্দের কারণে এখন গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কারের পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনও উদ্যোগ নেই। পৌরসভাটি প্রথম শ্রেণির হলেও রাস্তাঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী।
সরজমিনে দেখা যায়, পৌরসভা চিরিংগা কাঁচা বাজারের প্রধান সড়কটির অবস্থিত স্কুল, কলেজ মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু এ সড়কে মাঝখানে পুরো অংশের ইট-খোয়া উঠে খানাখন্দে কাঁদামাটি ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতেছে। তাছাড়া পৌরসভায় বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়তই গর্তে ছোট-বড় গাড়ি উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
চিরিংগা কাঁচা বাজারের ব্যবসায়ী সাইফুল  বলেন, চকরিয়া গুরুত্বপূর্ণ সড়কটি গর্তের কারণে রিকশা টমটম গাড়ি চালাতে খুব কষ্ট হয় চালকদের। অনেক সময় গর্তে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই রাস্তাায় হাঁটু পানি জমে যায়। এমন অবস্থা হয়েছে, এসব রাস্তায় রিকশাও চলতে চায় না।  পৌর কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া খুব জরুরি মনে করেন।
পৌরসভার প্রধান ব্যস্ততার সড়কটি এমন খানাখন্দের কাঁদা মাটির দুর্ভোগের চিত্র সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উঠছে সমালোচনার ঝড়।

আরও খবর