এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫টি বেকারী ও দোকানীর কাছ থেকে এসব জরিমানা আদায় করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া পৌরসভা ও লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় এ পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, থানা পুলিশ ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ৫টি বেকারী ও দোকানীর কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওইসব প্রতিষ্ঠানের মালিকদের আর যেন এ ধরণের অপরাধের সাথে জড়িত না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়। ভবিষ্যতেও ভোক্তা অধিকার আইনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-