নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২ সেপ্টেম্বর ৫১৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৫৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তৎমধ্যে, কক্সবাজার জেলায় ২৭জন, লোহাগাড়া ১ ,বান্দরবান ৫ জন, রোহিঙ্গা শরনার্থী ১৩ ও পুরাতন ৭ জন করোনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
একইদিন বাকী ৪৬৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৭ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৫ জন , রামু উপজেলা ৫জন , উখিয়া উপজেলা ১জন , টেকনাফ উপজেলা ৪জন , চকরিয়া উপজেলা ১জন , মহেশখালী উপজেলায় ১জন করোনা পজেটিভ ।
এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৪০৭০ জনে পৌঁছেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-