চকরিয়ায় কুয়ার পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজু দাশ, চকরিয়া ◑


কক্সবাজারের চকরিয়ায় কুয়ার পানিতে ডুবে তানজিদুর রহমান (১০) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ পুর্ব নয়াপাড়া থমতলা নামক এলাকায় মর্মান্তিক  এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র তানজিদুর রহমান ওই এলাকার এখলাছুর রহমানের ছেলে ও স্থানীয় নুরানী মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দিকে ওই মাদ্রাসার ছাত্র তানজিদুর রহমান (১০) বাড়ির পার্শ্ববর্তী কুয়ার পাশে বন্ধুদের নিয়ে খেলা করছিল।সবার অজান্তে কুয়ার পানিতে পড়ে যায়।

পরে দুপুর পর্যন্ত বাসায় না ফিরলে স্বজনরা আশেপাশে খোঁজাখুজি শুরু করে। দুপুর দিকে কুয়ার পানিতে তানজিদুর রহমান লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।

আরও খবর