চকরিয়ায় ইয়াবা তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষণ: আটক- ১

রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা তল্লাশের নামে গাড়ি থেকে নামিয়ে সড়কের পার্শ্ববর্তী  জঙ্গলে নিয়ে গিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ ফজল করিম (৩০) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে
উপজেলা ডুলাহাজারা ইউনিয়ন মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ওই কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃত ফজল করিম ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বদরখালী থেকে লামা উপজেলার হারগাজা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল ওই কিশোরী। চকরিয়া থেকে একটি ম্যাজিক গাড়িতে করে উপজেলার মালুমঘাট পৌছার আগে যাত্রী নামাতে থামে গাড়িটি। এসময় ফজল করিম গাড়ির সামনের সিটে বসা একা ওই কিশোরীর কাছে ইয়াবা আছে বলে অপবাদ দিয়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে। পরে সড়কের পূর্বপাশে পাহাড়ি জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করলে। তার শোরচিৎকারে লাকড়ি কুড়াতে যাওয়া স্থানীয় লোকজন জঙ্গলে ধর্ষককারীকে আটক করে পুলিশকে খবর দেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহামন বলেন, ধর্ষণ চেষ্টাকারি যুবকে আটক করে স্থানীয় লোকজন থানায় খবর দিলে তাৎক্ষনিকভাবে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মা-বাবাকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

আরও খবর