উখিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

বিশেষ প্রতিবেদক ◑
উখিয়া উপজেলা আওয়ামী লীগকে ঢেলে সাজাতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটিতে একজন আহবায়ক ও ৬ জনকে যুগ্ন- আহবায়ক করা হয়েছে। এ কমিটির পরিধি হবে ৩১ সদস্য বিশিষ্ট। আহবায়ক ও যুগ্ন- আহবায়করা বাকী ২৪ সদস্য অন্তভূক্ত করবেন।

নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী। ৬ জন যুগ্ন- আহবায়ক মনোনীত হয়েছেন যথাত্রুমে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাবেক জেলা সদস্য আবুল মনসুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা ও আলী হোসেন খানকে।

এদিকে দীর্ঘদিন ধরে পৃথকভাবে দলীয় কর্মসূচী পালন করে আসছে উখিয়া উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দু’গ্রুপ। দুগ্রুপের দ্বন্দ্ব নিরসনে জেলা আওয়ামীলীগ বার বার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

অবশেষে উখিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যক্রমকে গতিশীল করতে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামীলীগ। সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনার পর থেকে তৃনমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নতুন কমিটিকে অভিনন্দন জানাতে দেখা গেছে।

এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা আজ বিকালে হোটেল মিডিয়ায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাজা শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ন আহবায়কবৃন্দ বক্তব্য রাখেন। এতে উখিয়া উপজেলা আওয়ামীলীগকে গতিশীল ও শক্তিশালী করতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর