রামুর তিশা অপহরণ: সানির দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক ◑
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা থেকে সাফরিনা নুর তিশা (১৪) নামক মাদরাসা ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার আদনান খন্দকার সানির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (রামু) এ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা রামু থানার মোঃ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।

শুনানি শেষে বিচারক দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভিকটিম তিশার মামা নাসির উদ্দিন বাদি হয়ে রামু থানায় মামলা করেন। যার নং- ৩৪/৩৪৪।

আদনান খন্দকার সানি মামলাটির দুই নম্বর আসামি এবং ঢাকার খিলক্ষেতের ৮ নং ওয়ার্ডের ডুমনী এলাকার বাসিন্দা মোঃ শহিদুল্লাহর ছেলে।

গত ২৪ খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় সানিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে সে কক্সবাজার জেলা কারাগারে বন্দি।

গত ১৭ আগস্ট বেলা ১ টার দিকে গ্রামের বাড়ি থেকে অপহৃত হন সাফরিনা নুর তিশা।

সে ঢাকা বড় বাড়ি মহিলা মাদরাসা কুদুরি জামাতের (৯ ম শ্রেণি) ছাত্রী এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়ারঘোনার লামার পাড়ার মোঃ রফিকের মেয়ে।

এ বিষয়ে ১৭ আগস্ট রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন মা রুজিনা আক্তার। যার নং-৭০৯।

মাদরাসা ছাত্রী সাফরিনা নুর তিশা উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন মা রোজিনা।

আরও খবর