হাটহাজারী প্রতিনিধি ◑
উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কচুখোলা নামক জায়গার পাহাড় থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকালে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে কঙ্কালটি উদ্ধার করা হয়।
তবে লাশের পরিচয় এখনো সনাক্ত হয়নি। লাশটি পুরুষ নাকি মহিলা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত। তবে স্থানীয় কালা বাদশাহ পাড়ার মোঃ আজম খাঁন কঙ্কালটি তার ছেলে আব্দুর রহমান অন্তর(২২) এর বলে দাবি করে।
গত ২৯আগষ্ট অন্তর নিখোঁজ হয়। হাটহাজারী মডেল থানায় ৩আগষ্ট একটি নিখোঁজ ডায়রীও করেছিল। কঙ্কালের নিচে পড়ে থাকা একটি লুঙ্গি দেখে লাশটি তার ছেলের দাবি করলেও পুলিশ বলছে কঙ্কাল দেখে মনে হচ্ছে এটা ৬মাস আগের।
উদ্ধার কাজে থাকা ইন্সপেক্টর (তদন্ত) রাজীব শর্মা জানান, ডিএনএ পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে কঙ্কালটি নিখোঁজ অন্তরের কিনা। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-