সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
সেনাবাহিনীর মেজর (অব:) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ বারের মতো ১ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।
প্রথম দফায় সাত দিন দ্বিতীয় দফায় চার দিনের তৃতীয় দফায় তিন দিন এবং চতুর্থ দফায় ১ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবান (১ সেপ্টম্বর) বিকেল ৪ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে আসামিদের হাজির করা হয়।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রদীপকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-