কক্সবাজারে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জাহেদ হাসান ◑কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার রাখাইনপাড়ার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার ৩১ আগষ্ট আনুমানিক দুপুর ২ টার সময় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভাধীন রাখাইন পাড়ায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রয়ের সময় মহিলার কাছ থেকে ১১০ পিস ও পুরুষের কাছ থেকে ৭০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

আটককৃত আসামীরা হলেন, রিনা আক্তার কাজলী (২১) পিতা- মৃত নজির আহম্মদ,সাং- পূর্ব টেকপাড়া, ৪নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা এবং আবু জাফর সিদ্দিক (২০), পিতা- আব্দুস শুক্কুর, সাং- পেশকার পাড়া, ৪ নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা।

আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও খবর