টেকনাফ থেকে সস্তায় ইয়াবা কিনে বেশী দামে বিক্রির জন্য মজুদ করে তারা

চট্টগ্রাম ◑ চট্টগ্রামের আনোয়ারার একটি রেস্টুরেন্ট থেকে ইয়াবা বিক্রির সময় ১৩শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ জুয়েল বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুই ব্যাক্তির শরীর তল্লাশী করে ১৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যাবসায়ী কর্ণফুলী উপজেলার শিকলবাহার ইউসুফের ছেলে আবুল কালাম (২৪) ও একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে দিদার (৩৫)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কম দামে এনে বেশি দামে বিক্রি করার জন্য নিজেদের কাছে রাখে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃতদের মাদক আইন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর