শফিউল শাহীন ◑ভরা মৌসুমে আমন ধানের চারা রোপণ শেষ হলেও পরিচর্যায় ব্যস্ত কৃষক। অন্যদিকে ইউরিয়া সারের অতিরিক্ত দাম নেওয়ার কারণে সাধারণ কৃষকেরা হয়ে পড়েছেন দিশাহারা।
এমন অভিযোগ তুলেছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জনবহুল স্টেশন মরিচ্যা বজারের নুরুল ইসলাম নামের এক সার ডিলারের বিরুদ্ধে।
মকবুল হোসেন নামের এক কৃষক অভিযোগ করে বলেন নুরুল ইসলাম প্রকাশ (হানন্ডি) আমাদের থেকে ইউরিয়া সারের দাম নিচ্ছে ২০ থেকে ২২ টাকা করে। তবে বস্তায় দেখেছি ৫০ কেজি ৭শত টাকা কিন্তু সে আমাদের কাছ থেকে ৯৫০ টাকা করে নিচ্ছে, না হয় বিক্রি করবে না বলে সাফ বলে দেয়।
শুধু তাই নয় তার বিরুদ্ধে ওজনে কম দেওয়ারও অভিযোগ করেছেন পাগলীর বিল এলাকার আব্দুর রহমান নামের এক কৃষক। সে নাকি ১০ কেজি ইউরিয়া সার নিয়েছিল নুরুল ইসলাম এর দোকান থেকে তা অন্য দোকানে মেপে দেখেন সাড়ে নয় কেজি। এমন অভিযোগ আরো অনেকেই করেছে।
এদিকে উখিয়া উপজেলায় সরকারের তালিকাভুক্ত ১০জন সারের ডিলার রয়েছে। আমন ধান চাষের ভরা মৌসুমে সরকারের বেঁধে দেওয়া প্রতি বস্তা ইউরিয়া সার ৭শ টাকা দরে বিক্রয় করার কথা থাকলেও নানান অজুহাত ও কারসাজিকরে সারের দাম বৃদ্ধির করে চড়া দামে সার বিক্রি করছে এসব ডিলারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, কোন সার ডিলার সরকারের বেঁধে দেওয়া মূল্যের বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমন অবস্থা চলতে থাকলে চলতি আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কথা জানান সাধারণ কৃষকরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-