গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর ছেড়াদ্বীপ উপকুলীয় এলাকায় একটি অভিযান পরিচালনা করে, ইয়াবাসহ মাদক পাচারে জড়িত দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে।
৩০ আগস্ট(রবিবার) দুপুর ২টার দিকে সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড গোপন সংবাদে জানতে পারে কয়েকজন যুবক পর্যটন ক্ষ্যত বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ উপকুলীয় এলাকা দিয়ে মাদক পাচারে জড়িত কয়েকজন অপরাধী উক্ত এলাকায় অবস্থান নিয়েছে।
সেই তথ্য অনুযায়ী দ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা উক্ত এলাকায় অভিযান গেলে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ধাওয়া করে ইয়াবাভর্তি একটি ব্যাগসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। এরপর তাদের হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
ধৃত ব্যক্তিরা হচ্ছে টেকনাফ পৌরসভা ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মুত আবুল কাসেমের পুত্র মোঃ সেলিম(৩৭), টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড খোনকার পাড়া এলাকার লাল মিয়ার পুত্র মোঃ জাবেদ(২৯)।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে.আরিফুল ইসলাম বলেন, মাদক পাচারে জড়িত অপরাধীরা এখনো সক্রিয় আছে।
তারা মিয়ানমার থেকে নিয়ে আসা ইয়াবা পাচার অব্যাহত রাখার জন্য নানামুখি কৌশল অবলম্বন করে যাচ্ছে। তবে এই সমস্ত অপরাধীদের ধরতে কোস্টগার্ড সদস্যরা সাগর উপকুলীয় এলাকায় সদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-