সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকত আলীকে ১৬৪ ধারা জবানবন্দি নিতে আদালতে হাজির করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহনের জন্য মামলার প্রধান আসামী বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতকে আদালতে হাজির করা হয়েছে।
এর আগে স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য,৩১ জুলাই পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা করে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরবর্তীতে মারিশবনিয়া এলাকার আরও তিন বাসিন্দাকে ওই মামলায় আসামী হিসেবে অন্তর্ভুক্ত করে তদন্তকারী সংস্থা র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-