পুলিশ সদস্যকে পুলিশে দিয়েছে জনতা!

ডেস্ক রিপোর্ট ◑ প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিনের অনৈতিক সম্পর্কের অভিযোগে রিমন চৌধুরী নামে এক পুলিশ সদস্যকে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে হাটহাজারী পৌরসভা ইস্টার্ন আবাসিক এলাকার মা-বাবা টাওয়ার থেকে তাকে হাতেনাতে ধরেন স্থানীয়রা। পরদিন (শুক্রবার) বেলা ১১টায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

ইস্টার্ন আবাসিক এলাকার সাধারণ সম্পাদক এয়ার মোহাম্মদ বলেন, ‘অভিযুক্ত ওই নারীর স্বামী দুবাই প্রবাসী। দুই সন্তান এবং দেবরের স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে তার সঙ্গে রাত কাটাতে আসেন রিমন চৌধুরী। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে ওই ভবনে থাকা নারীর ভাসুরদের খবর দেয়। পরে তারা এসে তাকে হাতেনাতে আটক করেন। সকালে আমাদের খবর দিলে আমরা পাঁচ-ছয় জন ওই বাসায় গিয়ে দুজনকে দুই রুমে আবদ্ধ অবস্থায় পাই। এরপর পুলিশের হাতে তুলে দিই।’

অভিযুক্ত ওই নারীর স্বামীর পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘তিন-চার বছর ধরে রিমনের সঙ্গে ওই নারীর সম্পর্ক। সম্প্রতি বিষয়টি নারীর স্বামী বুঝতে পারেন। এরপর হাতেনাতে ধরার জন্য পরিবারকে না জানিয়ে চার-পাঁচ দিন আগে দেশে আসেন। বৃহস্পতিবার রাতে রিমন ওই বাসায় যাওয়ার পর পরিবারের লোকজনকে নিয়ে তিনি দুজনকে হাতেনাতে ধরেন।’
অভিযুক্ত রিমন চৌধুরী উপজেলার মেখল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রসিক চৌধুরী বাড়ির নৃপতি চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত।
এ সম্পর্কে হাটহাজারী থানার ওসি বলেন, ‘রিমনকে আটক করা হয়নি, তাকে উদ্ধার করা হয়েছে। জনতার মারধরে তার শরীরে ব্যাপক জখম। তাই প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বিকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই নারীর সঙ্গে রিমনের সম্পর্ক ছিল এটি সত্য। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর