কক্সবাজারে ২৮৪ টেস্টে আরও ৩৭ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ২৮ আগস্ট ২৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ২৮ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ১জন, বান্দরবান ৫ জন, বাঁশখালী ১জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ৪০১ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৮ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, উখিয়া উপজেলায় ৩ জন,টেকনাফ উপজেলায় ২ জন , চকরিয়া উপজেলায় ০১ জন , পেকুয়া উপজেলায় ১ জন , মহেশখালী উপজেলায় ১জন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৯৯৪ জনে পৌঁছেছে।

আরও খবর