মহাসড়কে অভিযান, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় জরিমানা

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৮ টি যানবাহনকে বিভিন্ন অংকে জরিমানা করেছে প্রশাসন।

২৭ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও এলাকায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, সদরের ঈদগাঁও এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন যানবাহনে ড্রাইভিং লাইসেন্স না থাকায়, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চালনাে এবং হেলমেট পরিধান ব্যতিত মোটরসাইকেল চালানোর অপরাধে ৮টি যানবাহনকে বিভিন্ন অংকের অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে প্রশাসনের এঅভিযান অব্যাহত থাকবে।

আরও খবর