নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগষ্ট) রাত আনুমানিক ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জাবেদ হোসেন জিসান বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপালংয়ের কাশিয়ার বিল এলাকার সাবেক মেম্বার মৃত দেলোয়ার হোসেনের মৃত্যুর পর স্থানীয় বৈঠকের মাধ্যমে তার সম্পত্তি ছেলেদের মাঝে বন্টন হলে যে যার মত ভোগ দখল করে আসছিল।
কিন্তু সম্প্রতি মৃত দেলোয়ার হোসেনের বড় ছেলে ফিরোজ আহমদ (৫০) স্থানীয় কিছু কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে তারই আপন ছোট ভাই ছৈয়দ আলমের সম্পত্তির উপর কুনজর ফেলে ও তার কিছু জমি দখলের পায়তারা করে আসছে এবং বিভিন্নসময় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি নিজ বসত ভিটায় যেতেও বাধা সৃষ্টি করে।
পরে বাদীপক্ষ এসবের থেকে পরিত্রাণ পেতে স্থানীয় ও পারিবারিকভাবে শালিসি বৈঠকে বসলেও ফিরোজ আহমদ দাপট দেখিয়ে তা অমান্য করে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়।
তারই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগষ্ট) রাত আনুমানিক ৮টার সময় জিসান বাড়ি না থাকায় পূর্ব পরিকল্পিতভাবে জিসানের পৈত্রিক বসতভিটার রান্নাঘরে ফিরোজ তার স্ত্রী আঞ্জুমান আরা ও তাদের সন্তান জিফারেক হোসেন, আবু সুফিয়ান,মোঃ রিয়াদসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী তান্ডব চালালে ঘটনাস্থলে জিসানের মা রেহেনা বেগম (৪০) উপস্থিত হয়ে ভাংচুর না করতে নিষেধ করলে অতর্কিত ভাবে তার উপর হামলা করে শরীরে গুরুতর জখম করে, এতে হাতে এবং নাকের হাড়ে গুরুতর আঘাত লাগে ও গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে ফেলে এবং রান্নাঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এদিকে রেহেনা বেগমের শোর চিৎকারে তাকে বাঁচাতে তার স্বামী ছৈয়দ আলম এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত করে। পরে আহতদের চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে আরো হামলা, মামলা, প্রয়োজনে খুন এবং শান্তিতে বসবাস করতে দিবেনা এই বলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মরজিনা আক্তার মরজু বলেন, এ সংক্রাান্ত একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-