কক্সবাজার শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হেলালুদ্দীন আহমদ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑ 
কক্সবাজার শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪ টার দিকে সাগর পাড়ের কবিতা চত্বর পয়েন্টে ঝাউবাগান ঘিরে এই শিশু পার্কের স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম,মুক্তিযোদ্ধা নুরুল আবছার,মোঃ শাহাজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দীন করিব ও শাহেনা আক্তার পাখিসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও খবর