এলএ শাখার দালাল কমরুদ্দিন ও সালাহউদ্দিনের আদালতে জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার দালাল কমরুদ্দিন কামরুল ও সালাহউদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে তারা সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন এর কাছে প্রথম দফায় এ জবানবন্দি প্রদান করেন।

মধ্যাহ্ন বিরতির পর বিজ্ঞ বিচারক নিয়মিত বিচারিক কার্যক্রম শেষে কমরুদ্দিন ও সালাহউদ্দিনের কাছ থেকে বিজ্ঞ বিচারক দ্বিতীয় দফায় জবানবন্দি গ্রহণ করছেন। এ ২জন আসামী আগেই দুদকের আইও উপ সহকারী পরিচালক শরিফ উদ্দিন এর হেফাজতে রিমান্ডে ছিলেন।

দুদকের প্যানেল আইনজীবী এডভোকেট সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার অপর আসামী সেলিম উল্লাহ আগেই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ২২ জুলাই এ তিন জন আসামীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন দমন আইন ও মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে স্পেশাল ০৬/২০২০ নম্বর মামলা দায়ের করা হয়।

আরও খবর