নিজস্ব প্রতিবেদক ◑
উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেলপ কক্সবাজার’ এর উদ্যোগে ‘’স্থানীয়দের জন্য মানবিক সহায়তা” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট (বুধবার) সকাল ১১টায় জালিয়া পালং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
হেলপ কক্সবাজারের প্রকল্প পরিচালক জিল্লুর রহমান “স্থানীয়দের জন্য মানবিক সহায়তা” প্রকল্পের অবহিতকরণ প্রবন্ধ উপস্থাপনা করেন।
এসময় প্রধান অতিথি জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে জালিয়াপালং ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও আয় বৃদ্ধি সহ প্রতিবন্ধীদের জন্য যে কার্যক্রম রাখা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমি আশা রাখছি এতে জালিয়াপালং এর উন্নয়ন আরো অগ্রগামী হবে। হেলপ কক্সবাজার এতদ অঞ্চলে মানব পাচারসহ বিভিন্ন প্রকল্প প্রশংসার সহিত বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহব্বান জানাচ্ছি।
সভায় হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জালিয়াপালং ইউনিয়নের জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে টেকসই উন্নয়ন সাধিত হবে। আর এ প্রকল্পের মাধ্যমে জালিয়াপালং ইউনিয়নের ১৫৪৫০জন মানুষ উপকারভোগী হবেন। উপকারভোগীরা জীবিকা নির্বাহ, আয়-উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্য সেবা, সামাজিক সম্প্রীতির সেতুবন্ধন তৈরির মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের জীবন দক্ষতার মাধ্যমে অন্তর্ভুক্তিকরণের কথাও তিনি বলেন।
এইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্যমনিরুল আলম মনির, ইউ.পি সদস্যা আনোয়ারা বেগম,শফিউল আলম বাবুল, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্যা জুলেখা বেগম, আনোয়ারা বেগম, মনোয়ার বেগম, ইউপি সদস্য শামশুল আলম, মোঃ রফিক, আবুল কালাম, মকছুদ উল্লাহ, নাজিম উদ্দিন, শফিউল আলম, মোজাম্মেল হক, মোহম্মদ মুছা, সংবাদ কর্মী আবদুল্লাহ আল আজিজ, ইউপি সচিব আব্দুল হক, সমাজ সেবক শফিউল আলাম বাবুল, সমাজ সেবক ফজল কাদের চৌধুরী, নিদানীয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, সমাজ সেবক জমির আহম্মদ, সমাজ সেবক দিনেশ বড়ুয়া, দঃ পাইন্যাশিয়া নুরানী ও ফোরকানীয়া মাদ্রাসা শিক্ষক মৌলানা নুরুল ইসলাম, সমাজ সেবক নির্মল কান্তি চাকমাসহ প্রমুখ।
এসময় প্রকল্পের সুপারভাইজার মোঃ ইউসুফ, ফিন্যান্স অফিসার শহিদুল ইসলাম, লিগ্যাল এইড এন্ড এডভোকেসি অফিসার আশরাফুল হক চৌধুরী, ফিল্ড অফিসার মাহামুদুল হাসান তারেক, হামিদা আকতার নিহা, মাছুমা আকতার।
উল্লেখ্য, DFAT এর অর্থায়নে ব্র্যাকের সহায়তায় জালিয়াপালং ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-