মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑
চকরিয়ায় বিষাক্ত সাপের দংশনে মোঃ ইদ্রিস মিয়া (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ বালুরচর এলাকার সাবেক ফুটবলার মোঃ ইসহাকের ছোটভাই ও আলী আহমদের দ্বিতীয় পুত্র।
বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে ইদ্রিস মিয়া তাদের মৎস ঘেরে বাঁধ নির্মাণ করতে মাটি কাটছিল। ওসময় হঠাৎ হাতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক কিসের আঘাত তা বুঝে উঠতে পারেনি। যন্ত্রণার তীব্রতা অনুভব করায় আগাছার আঘাত ভেবে প্রাথমিক ঔষুধ সেবন করে।
কিন্তু ক্রমশ অবস্থার অবনতি দেখা দিলে তাকে মঙ্গলবার বিকেলে মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে তার শরীরে বিষাক্ত বিচ্ছুর দংশনের অস্তিত্ব পায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এতে ধারণা করা হচ্ছে মাটি কাটার সময় তাকে বিষাক্ত সাপের দংশন করেছিল। অবশেষে বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করে।
একই দিন বুধবার সকাল ১১ টায় ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে সর্বজন পরিচিত ও সকলের সাথে মিষ্টভাষী যুবক ইদ্রিস মিয়ার মৃত্যুতে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। তার হৃদয়বিদারক এ মৃত্যু স্থানীয় যুবসমাজ সহ সকলের অন্তরে আজীবন ক্ষত অক্ষরে লিখা থাকবে!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-