রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায়
একটি যাত্রীবাহি জীপ গাড়ির ধাক্কায় পথচারী এক বৃদ্ধ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলা বরইতলী ইউনিয়নে একতাবাজার গরুবাজার নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা নিহত নজরুল ইসলাম (৬০)
এই এলাকার ভিলেজার পাড়ার স্থানীয় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহি জীপ গাড়ি মহাসড়কের বরইতলী একতা বাজার গরুবাজার নামক এলাকায় পৌঁছলে দ্রুতগামী জীপ গাড়িটি পথচারীকে ধাক্কা দিলে এতে সড়কে ছিটকে পড়ে নজরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দুর্ঘটনা বিষয়টি সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (পরিদর্শক) আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘাতক গাড়িটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-