রামু প্রতিনিধি ◑ কক্সবাজারের রামু বাইপাস মোড়স্থ হোটেল সিটি স্টে হাউস এর সামনে থেকে যুবককে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার। আটককৃত যুবকের নাম মো. ইউনুস প্রকাশ ময়না (৩৩)। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে। আটককৃত ময়না রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার মো. আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক সোমেন মন্ডল। তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদি হয়ে মো. ইউনুসকে আসামি করে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-