চকরিয়া সনাতনী সেবক সংঘের আয়োজিত অনলাইন গীতা পাঠ প্রতিযোগিতা ফলাফল প্রকাশ

রাজু দাশ, চকরিয়া ◑


করোনা ভাইরাসের সংক্রমণ জনিত কারণে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গীতা শিক্ষার্থীর অংশগ্রহনে অনলাইনে উপজেলায় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে এস আর প্লাজার প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়।

প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়। ক প্রতিযোগির মধ্যে ১ম স্থান হয়েছে অপির্তা দাশ
২য় স্থান হয়েছে যৌথ অন্তু চক্রবর্তী ও পুষ্পিতা দাশ
৩য় স্থান হয়েছে দীপ্ত পাল।

খ গ্রুপে প্রতিযোগির মধ্যে ১ম স্থান হয়েছে মিতু পাল, ২য় স্থান হয়েছে নিশান সুশীল, ৩য় স্থান হয়েছে চম্পা দে।

গ গ্রুপে প্রতিযোগির মধ্যে ১ম স্থান হয়েছে আদ্রিতা রুদ্র, ২য় স্থান নয়ন দে, ৩য় স্থান হয়েছে শ্রাবন্তী দে।

গীতা প্রতিযোগিতা বিজয়ীদের ফলাফল প্রকাশ করার সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা সমন্বয়ক ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ,
এ সময় আরো উপস্থিত ছিলেন, সনাতনী সেবক সংঘের চকরিয়া উপদেষ্টা বিজন কুমার বিশ্বাস, সনাতনী সেবক সংঘ উপজেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব, সনাতনী সেবক সংঘ উপজেলা সহ সভাপতি গোপাল দাশ।

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ বান্দরবান জেলা সাধারন সম্পাদক রতন কান্তি নাথ, কেন্দ্রীয় গীতা শিক্ষক পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক সুমিত রায়,যুগ্ন- সাধারন সম্পাদক বিষ্ণু ধর। জেলা সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ সকল প্রতিযোগী দের অংশগ্রহন করার জন্য আন্তরিক ধন্যবাদ, গীতাময়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও খবর