ডেস্ক রিপোর্ট ◑ সীতাকুণ্ডে চুলার আগুনে পুড়ে আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি হয়েছে গৃহবধূ পপি আক্তার সালমা (২১)। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রান্না করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পপি আক্তার সালমা সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওর্য়াডের নোনাছড়া এলাকার মো. আরিফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, বাসায় রান্না করতে গিয়ে চুলা থেকে আগুন লেগে যায় সালমার শরীরে। সালমাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ৩৬ নাম্বার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৮৪ ভাগ পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।
তবে এত রাতে কিভাবে চুলা থেকে আগুন লেগেছে তা রহস্যজনক বলে মনে করছে স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-