গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
সীমান্ত এলাকা টেকনাফে ২বিজিবি সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করে ২০হাজার ইয়াবা ও চারটি স্বর্ণের বারসহ ৪জন অপরাধীকে আটক করেছে। এর মধ্যে দুই যুবক হচ্ছে রোহিঙ্গা।
বিজিবি পাঠানো তথ্য সূত্রে জানা যায়, ২২আগষ্ট রাত ৮টারদিকে টেকনাফ ২বিজিবির আওয়তাদ্বীন হোয়াইক্যং বিওপিতে কর্মরত সদস্যরা বালুখালীগামী একটি ইজিবাইকে তল্লাশী করার সময় দুই রোহিঙ্গা যুবকের আচরন সন্দেহ হলে তাদেরকে আটক করে। এরপর তাদের পরিহিত লুঙ্গির ভাঁজে অভিনব কায়দায় পিটিং করা ৪টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃত দুই রোহিঙ্গা হচ্ছে, উখিয়া বালুখালী ৯নং রোহিঙ্গা শিবিরের এ/৭ ব্লকের বাসিন্দা মোঃ আনোয়ারের পুত্র মোঃ রেদোয়ান (১৮) এবং একই এলাকার ৮নং ক্যাম্পের বি/২৮ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র মোঃ আক্তার হোসেন (৩০)।
অপরদিকে একই দিন রাত ৯টার দিকে একই বিওপিতে দায়িত্বরত সৈনিকরা কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশী চালানোর সময় একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে পুনরায় তল্লাশী করলে সিএনজি চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবাসহ হ্নীলা ইউনিয়ন উত্তর লেদা লামনী পাড়া এলাকার রহমত আলীর পুত্র মোঃ রিদুওয়ান (২০) একই ইউনিয়ন পশ্চিম লেদা এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ রবি আলম (২৭) কে আটক করা হয়।
এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
আটক অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি) কক্সবাজার জার্নালকে বলেন, ইয়াবা কারবারে জড়িত এবং অবৈধ পথে স্বর্ণ পাচারকারীরা তাদের অপকর্ম অব্যাহত রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছে। তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসতে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত রয়েছে।####
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-