সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের বহু মামলার অাসামী অালোচিত মনজুর অালম (৪৫) কে দুই বছরের সাজা দিয়েছে অাদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মনজুর আলম কক্সবাজার শহরের পানবাজার রোড়ের হাজ্বী সুলতান অাহমদের ছেলে।
২৩ আগস্ট (রবিবার) বেলা ১২ টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর অাদালতে জামিন না মঞ্জুর করে মামলায় উল্লেখিত বিভিন্ন অপরাধ বিবেচনা করে এই অাদেশ দেন। পরবর্তীতে অাদালতের অনুবলে তাকে জেল কারাগারে প্রেরণ করা হয়।
সত্যতা নিশ্চিত করেন বাদী পক্ষের সিনিয়র অাইনজীবী ছলিমুল্লাহ। তিনি বলেন, মনজুর অালমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ একাধিক মামলা রয়েছে। কিন্তু ২০১৮ সালের ৭ই জুন সি অার মামলা নং ৬৯৮/১৮ মামলায় ২ বছরের সাজা ১০ হাজার টাকা অর্থদন্ড দেন অাদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পেরেতা মনজুর বিভিন্ন কৌশলে ৮ টি বিয়ে করেছেন। বর্তমানে তার ৪ টি স্ত্রী রয়েছে। ওই স্ত্রীর মধ্যে থেকে যেকোন একজনকে বাদী করে দীর্ঘদিন সাধারন মানুষকে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন। এমনকি হোটেলে অপকর্ম করতে গিয়ে বেশ কয়েকবার পতিতাসহ পুলিশের হাতে আটকও হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা যায়, ওই মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে। যার মামলা নং- জি অার মামলা ৬২৮/০৯, জি অার মামলা ৫/২০০৬, এফ অাই অার নং- ৫৬/৭১১,১৬, জি অার মামলা নং- ৩৩৩/১৬, জি অার মামলা- ১১/৯৬১, ১৯, বান্দরবান থানার এফ অাই অার নং-৩/৪০,১৭। এছাড়া তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছ কক্সবাজারের বিভিন্ন থানায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, পেরেতা মনজুর ওপর থেকে বেশ সাধু সাজে। কিন্তু তার আসল চেহারা ফুটে উঠে ধীরে ধীরে। পুলিশ-প্রশাসনও তার চরিত্র সম্পর্কে জ্ঞাত। তার আত্মীয়-স্বজনরা জানায়, অনেক সহজ-সরল মেয়ের জীবন নষ্ট করেছে ওই পেরেতা মনজুর। এ জন্য প্রত্যন্ত অঞ্চলে তার রয়েছে দালাল সিন্ডিকেট। তাদের মাধ্যমে সাধারণ মেয়েদের ফুসলিয়ে বিয়ে করে পরে তার অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হয় তারা। এতে নষ্ট হয়ে যায় ওইসব মেয়েদের জীবন। বর্তমানে তার স্ত্রীদের মধ্যে রয়েছে রাজিয়া, হালিমা, মুকারমা ও রুবি। এরাও তার অত্যাচারে অতিষ্ট বলে খবর পাওয়া গেছে। এছাড়াও তার নেতৃত্বে এলাকায় একটি অপরাধসহ সন্ত্রাসী সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটের প্রধান বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-